পটুয়াখালী মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

পটুয়াখালী মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সরকারি কলেজের মেইন গেটের সামনে ২৪ অক্টোবর  রাত ৭:৩০ ঘটিকার সময় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজে পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়। জানা গেছে, পটুয়াখালী সরকারি কলেজের ইন্টারমিডিয়েট পড়ুয়া দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী 
মোঃ জলিল হাওলাদারের একমাত্র ছেলে মোঃ হাসান।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত ৭:৩০ ঘটিকার সময় মোটরসাইকেল যোগে হাসান সদরে দিকে যাওয়ার পথে কলেজ রোর্ড অতিক্রমের সময় বাধঘাট গামী টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোঃ হাসান (১৮) কে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনোয়ার উল্লাহ মোঃ হাসানকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এক পথচারী জানান,এর আগেও এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে প্রাইমারির এক শিক্ষকের পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছিল। কিন্তু নেওয়া হয়নি কোন ব্যবস্থা তাই তারা সুযোগ পেয়ে শহরে টমটম চলাচল শুরু করে, যদি কর্তব্যরত শহরের পুলিশ প্রশাসন সুদৃষ্টি দিত হয়তো আজকে মৃত্যুর সংবাদ শুনতে হতো না।  আমাদের সকলের দাবি, পটুয়াখালী শহরে টমটম, মাহিন্দ্রা ,লোরি, ট্রাক, কভার ভ্যান এগুলো যাতে প্রবেশ না করতে পারে।